1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
অধ্যক্ষকে মারধর করে কলেজ থেকে বের করে দিলেন সভাপতি! প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষনা - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

অধ্যক্ষকে মারধর করে কলেজ থেকে বের করে দিলেন সভাপতি! প্রতিবাদে শিক্ষকদের ক্লাস বর্জনের ঘোষনা

সংবাদদাতা
  • আপলোড এর সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ৯০ বার দেথা হয়েছে

 

বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার বামনা বেগম ফায়জুন্নেসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপাধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীরকে কলেজ গভর্ণিং বডির সভাপতি সৈয়দ বজলুল গফ্ফার যায়গাম আহসান সোহেল মারধর করে অফিস কক্ষ থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার রাতে কলেজ অফিসে এই ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে উঠেছে কলেজের শিক্ষক-অভিবাবক ও শিক্ষার্থীরা। অধ্যক্ষকে মারধর করে লাঞ্ছিত করার প্রতিবাদে মঙ্গলবার থেকেই শিক্ষকরা ক্লাস বর্জন শুরু করেছেন। মঙ্গলবার সকালেই বামনা ত্যাগ করেছেন,কলেজ গভর্নিং কমিটির সভাপতি সৈয়দ বজলুল গফফার যায়গাম আহসান সোহেল।

সভাপতির অপসারণের দাবীতে মঙ্গলবার বিকালে বামনা প্রেসক্লাবে কলেজের শিক্ষকরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শিক্ষকরা সভাপতির অপাসারণের দাবী এই ঘটনার বিচার দাবী করেন। সভাপতিকে অপসারণ করে বিচারের আওতায় না আনা পর্যন্ত শিক্ষকরা ক্লাশ বর্জনের ঘোষণা দেন।

জানাগেছে, কলেজ গভর্ণিং বডির সভাপতি তার মেয়াদকালে তিনি সরকারী বিধি বিধান উপেক্ষা করে কলেজ পরিচালনা করে আসছেন। এতে কলেজ প্রশাসনকে বিভিন্ন আইনী জটিলতায় পরতে হচ্ছে। সভাপতি জুনিয়র-সিনিয়র সকলের সাথে অশ্রাব্য ভাষায় কথা বলা সহ অশোভন ব্যবহার করেন। ১৯ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত দশ টার দিকে কলেজের মিটিং রুমে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ডেকে নিয়ে একজন শিক্ষক ও একজন কর্মচারীকে চাকরীচ্যুত করতে বলেন। এতে অধ্যক্ষ রাজি না হলে তাকে উপর্যুপরি চড়-ঘুষি মেরে ধাক্কাতে ধাক্কাতে কলেজ অফিস থেকে বের করে দেন। এ ব্যাপারে গভনিং কমিটির সভাপতির মোবাইলে একাধিকার রিং হলেও তিনি মোবাইল ধরেননী।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD