1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
আওয়ামী লীগের আমলে বিএনপির নেতার ঘর থেকে ৩ টন সরকারি চাল জব্দ - mailAsia.News
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

আওয়ামী লীগের আমলে বিএনপির নেতার ঘর থেকে ৩ টন সরকারি চাল জব্দ

সংবাদদাতা
  • আপলোড এর সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৮ বার দেথা হয়েছে

 

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ

বেতাগী উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক,সাবেক বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মনিরুজ্জামান লাভলু এর ঘর থেকে ৩ টনের অধিক ৮৯টি বস্তা ভর্তি (৩ হাজার ২৭৫ কেজি) সরকারি চাল জব্দ কওে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট। তবে ওই ডিলার লাভলুর দাবী তিনি স্থানীয় মেয়রের কাছ থেকে টিআর,কাবিখার চাল ক্রয় করেছেন। তবে প্রশাসনের তথ্যানুযায়ী ওই চাল ওএমএস কর্মসূচির।

গত (১২ সেপ্টেম্বর) রবিবার বিকাল ৫ টার দিকে বরগুনা বেতাগীর পৌর শহরের (৫নং ওয়ার্ড) হাইস্কুল রোড এলাকা থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার লাভলুর নিজ বাসার পাশে তারই গুদাম ঘর থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বদ্ধ ঘর থেকে এই চাল জব্দ করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুহৃদ সালেহীন।

ভ্রাম্যমাণ অভিযানের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সুহৃদ সালেহীন বলেন, একটি বদ্ধ ঘরের মধ্যে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের বস্তায় প্যাকেটজাত হচ্ছে সরকারি চাল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ৮৯ বস্তায় ৩ টনের অধিক মোট ৩ হাজার ২৭৫ কেজি চাল জব্দ করা হয়। জব্দকরা চাল সরকারি এতে কোন সন্দেহ নেই।সরকারি চাল চোরাকালিদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।এ ঘটনায় রেগুলার মামলা ও তদৗল্প প্রক্রিয়াধীন রয়েছে।

 

News Desk/WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD