1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
আমতলীতে প্রত্যারণা (ফোর টুয়েন্টি) মামলায় বাদীর ১৫ দিনের কারাদন্ড! - mailAsia.News
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

আমতলীতে প্রত্যারণা (ফোর টুয়েন্টি) মামলায় বাদীর ১৫ দিনের কারাদন্ড!

সংবাদদাতা
  • আপলোড এর সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬০ বার দেথা হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জমির মালিকানা না থাকা সত্তে¡ও প্রত্যারণা করে টাকা নিয়ে জমি বিক্রি ও দলিল রেজিষ্ট্রি করেছে বলে বাদী আব্দুর রশিদ একটি মিথ্যা মামলা দায়ের করেন। উক্ত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ওই আদালতের বিজ্ঞ বিচারক বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার ৪২নং বড় নিশানবাড়িয়া মৌজার, এসএ ১৯৪, ১৯৫, ১৯৬নং খতিয়ানে ৩০টি দাগ উল্লেখ পূর্বক জমির মালিকানা না থাকা সত্তে¡ও প্রত্যারণা করে টাকা নিয়ে উপজেলার ছোট আমখোলা গ্রামের বাসিন্দা ক্বারী আব্দুর রাজ্জাক, সিদ্দিকুর রহমান ও আব্দুল হক সাব কবলা মূলে একই এলাকার আব্দুর রশিদের কাছে জমি বিক্রি ও দলিল রেজিষ্ট্রি করেছেন। এমন অভিযোগ এনে আব্দুর রশিদ বাদী হয়ে ২০২০ সালে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আইনজীবী অ্যাডঃ বাকের খানের মাধ্যমে সি.আর ৪৮৫নং ও ৪২০ ধারায় উল্লেখিত ওই তিন জনকে আসামী করে একটি প্রত্যারণা মামলা দায়ের করেন।

উক্ত মামলায় বাদীর উল্লেখিত বিষয়টি আদালতে মিথ্যা প্রমানিত হওয়ায় আজ সোমবার (৫ ডিসেম্বর) বাদী আব্দুর রশিদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে বরগুনাা জেল হাজতে পাঠানোর আদেশ দেন আমতলী উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আরিফুর রহমান।

আসামী পক্ষের আইনজীবি অ্যাডভোকেট হরিহর চন্দ্র দাস বলেন, আমার মক্কেলদের বিরুদ্ধে করা মামলার বিষয়টি মিথ্যা প্রমানিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক বাদীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। আদালতের এমন রায়ে আমরা খুশি।

 

News Desk/WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD