আমতলী (বরগুনা) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার প্রত্যুষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসেন শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ, আমতলী রিপোর্টার্স ইউনিটি, উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।
সকাল ৯ টায় আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলণ, কুচকাওয়াজের সালাম গ্রহন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ। এরপর একই স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে অনুষ্ঠিত হয় এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে বিজয় র্যালী করেন। বেলা ১১টায় আমতলী পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদ- মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার বিতরণ, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে ৫১তম মহান বিজয় দিবসটি পালন করেছেন।