আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলী উপজেলার সকল বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড (পরিচয়পত্র) ও সনদ বিতরণ উপলক্ষে এক উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
আজ (মঙ্গলবার) বিকেল ৩টায় আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হল রুমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ওই সভার আয়োজন করে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এসএম সাদিক তানভির এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ মিয়া, বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মৃধা, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাডঃ একেএম সামসুদ্দিন শানু, আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার ও চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান প্রমুখ।
সভাশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান আমতলী উপজেলার ১২৬ জন জীবিত বীরমুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও সনদ এবং ৭৩ জন মৃত মুক্তিযোদ্ধার স্বজনদের হাতে আনুষ্ঠানিক ভাবে সনদ তুলে দেন।