1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
আমতলী-কুয়াকাটা সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে রিকসা চালক নিহত। আহত- ৩ - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

আমতলী-কুয়াকাটা সড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে রিকসা চালক নিহত। আহত- ৩

সংবাদদাতা
  • আপলোড এর সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৭৫ বার দেথা হয়েছে
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলী-কুয়াকাটা সড়কে আজ(রোববার)  সকালে কুয়াঘাটা থেকে বরিশাল গামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে আঃ জব্বার শরীফ (৫৫) নামের এক রিকসা চালক ঘটনাস্হলে নিহত হয়েছে।এসময় রিকসা যাত্রী ফাতেমা (৪০) এবং মটর সাইকেল চালক বাদল শরীফ ও তার ছেলে বাকি বিল্লাহ আহত হয়।
প্রত্যদর্শীরা জানায়,সকাল সাড়ে ৯ টার দিকে কুয়াঘাটা থেকে সাগর ক্লাসিক নামের(ঢাকা মেট্রো -ব ১৪-৭৭৯৪) একটি বাস বরিশালের উদ্দ্যেশে ছুরিকাঁটা নামক স্হানে একটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে যাত্রীবাহী রিকসার পিছন দিয়ে আঘাত করলে রিকসাটি বিপরীত পাশ দিয়ে যাবার সময় চলন্ত মটর সাইকেলের উপর ছিটকে  পড়ে। রিকসা চালক রাস্তায় পড়ে আঘাত প্রাপ্ত হলে স্হানীয়রা তাকে আমতলী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,এই ঘটনায় বাসটিকে আটক করা হয়েছে।তবে নিহত ব্যাক্তির পরিবার মামলা না করায় স্হানীয়ভাবে মিমাংসা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD