অনলাইন ডেস্কঃ
দু’টি পায়ে শক্তি না থাকায় প্রায় দেড় বছর ধরে কোমরের ভর দিয়ে চলছেন ভিক্ষুক বিধবা বৃদ্ধ নুরজাহান বেগম (৮৫)। জতিনিধিরা দু চোখে দেখেও মুখ ফিরিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
নুরজাহান বেগমের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী কালিবাড়ি গ্রামের মৃত বাছির উদ্দিন এর স্ত্রী।
নুরজাহান বেগম ভরা ক্লান্ত কন্ঠে বলেন, রাতদিন শক্ত চুকিতে শুয়ে থাকতে আমার ভালো লাগেনা ? আমাকে ঘর থেকে বের হয়ে চলাফেরা করার জন্য একটি হুইলচেয়ারের ব্যবস্থা করতে পারবেন বলেই তিনি কাঁন্নায় ভেঙে পড়েন।
মেজো ছেলে দিনমজুর আজিজুল ইসলাম (৬০) ওরফে এইচডো সংবাদকর্মী তপু রায়হান রাব্বি কে বলেন, আমাদের অভাবের সংসার মায়ের দুটি বিয়ে হয়েছিল ১ম টি আমার বাবা বাছির উদ্দিনের সাথে। পরে বিয়ে হয় একই ইউনিয়নের পাশের এলাকা পয়ারী স্কুলসংলগ্ন পুটামালির সাথে। মায়ের বয়স্ক ভাতার টাকাও ওই সংসারের ছেলেরা তুলে খাই। কিন্তু মায়ের কষ্টের দিকে তাকিয়ে আমি নিয়ে আশি আমার কাছে। মা বিছানাতেই প্রসাব-পায়খানা করে। তবে মা বিছানায় আর শুয়ে থাকতে চায় না? কারণ তার ভালো লাগে না বলে শুধু কাঁদে। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলেই ইউনিয়ন পরিষদের সামনে চলে যেত কমরে ভর দিয়ে বসেবসে। তবে মাকে এলাকার সবাই আদর যত্ন করে। কেউ ভালো কিছু রান্না করলেই মাকে দিয়ে যায়। তবে মায়ের যদি একটি হুইলচেয়ার থাকতো তাহলে খুব ভালো হতো। কেননা মা এভাবে শুয়ে থাকলে শরীরে ঘাঁও হয়ে যেতে পারে। আমার সামর্থ্য নেই মাকে যে একটা হুইলচেয়ার কিনে দেবো। তাই আপনাদের মাধ্যমে যদি কেউ আমার মাকে একটা হুইলচেয়ার দেতো।
News Desk/ SH