1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
ইউপি সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা || সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন সংসদ সদস্য - mailAsia.News
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

ইউপি সদস্যকে আগুনে পুড়িয়ে হত্যা || সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন সংসদ সদস্য

সংবাদদাতা
  • আপলোড এর সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৯৩ বার দেথা হয়েছে

 

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে সেই ইউপি সদস্য শাহ ফারুক আহমেদ শামীমকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে অঝোরে কাঁদলেন বরগুনা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমন।

বক্তৃতা দেয়ার এক পর্যায়ে নিহত শামীমের দুই শিশু সন্তান ও তার স্বজনদের আহাজারির বর্ণনা দিতে গিয়ে হাজারো মানুষের সামনে কেঁদে ফেললেন তিনি। এতে উপস্থিত নেতা কর্মী ও স্বজনদের কান্নায় সাধারণ মানুষও চোখের পানি ধরে রাখতে পারেননি। সেখানে এক হৃদয় বিদায়ক পরিবেশের সৃষ্টি হয়। কিছুক্ষণ নিরবতা শেষে এমপি রিমন ঘোষণা দেন, ‘আমি যতদিন বেঁচে থাকব, ততদিন শামীমের সন্তানদের সকল প্রকার দায়-দায়িত্ব আমার।

বৃহস্পতিবার শেষ বিকালে ভোড়া হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শাহ ফারুক আহমেদ শামীমের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমাম হাসান শিপন জোমাদ্দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। বিশেষ অতিথি ছিলেন বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. মাকসুসুর রহমান ফোরকান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু ও বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, বুড়ামজুমদার ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার ও সাধারণ সম্পাদক হাদিছুর রহমান পান্না, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মহসীন ফয়সাল অপু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন মো. শামীম সিকদার, উপজেলা যুবলীগের সভাপতি মো. জহিরুল ইসলাম লিটন, কাজিরাবাদ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাহমুদ সুমনসহ স্থানীয় আওয়ামী লীগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা।

এমপি শওকত হাচানুর রহমান রিমন তার বক্তৃতায় বলেন, শামীম হত্যার বিচার হবেই ইনশাল্লাহ। আপনাদের সাথে নিয়ে অশান্ত সরিষামুড়িকে শান্ত করা হবে। অতিদ্রুত এ হত্যার রহস্য উন্মোচন ও উদঘাটন করা হবে। তিনি আরও বলেন, আজ থেকে যতদিন আমি জীবিত থাকবো ততদিন নিহত শামীমের সন্তানের লেখা পড়াসহ সকল দায়িত্ব আমি গ্রহণ করব। আমি খেলে ওরাও খাবে। পরে নিহত শামীমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

এর আগে এমপি শওকত হাচানুর রহমান রিমন নিহত শামীমের বাড়িতে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেনও স্বজনরে সাথে কথা বলেন এবং তাঁর কবর জিয়ারত করেন।

 

News Desk/ WE

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD