মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের উপকূলীয় অঞ্চল মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা “হাতেখড়ি ফাউন্ডেশন”-এর সুস্মিতা অধিকারী পেলো ইন্সপায়ারিং উইমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২ পুরস্কার।
মানবসেবায় কাজ করার স্বীকৃতিস্বরূপ ১৫ জন নারীকে দেওয়া হয় এ সম্মাননা। এর মধ্যে ১ম পুরস্কারে ভূষিত হয়েছেন হাতেখড়ি ফাউন্ডেশনের সহ-সভাপতি সুস্মিতা অধিকারী। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁও-এর এলজিইডি ভবনে এ পুরস্কার গ্রহন করেন তিনি।
আজ মঙ্গলবার (২৩ আগস্ট) পুরস্কার গ্রহনের বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ।
তিনি জানান,সম্মাননা পাওয়া ১৫ জনের মধ্যে নির্বাচিত সেরা পাঁচ জন স্বেচ্ছাসেবীকে দেওয়া হয়েছে ১ লাখ থেকে ১০ হাজার টাকা। এ পুরস্কারে ১ম স্থান লাভ করেন আমাদের হাতেখড়ি ফাউন্ডেশনের সহ-সভাপতি সুস্মিতা অধিকারী। এছাড়া ১৫ জনের প্রত্যেককেই ক্রেস্ট সার্টিফিকেট এবং মেডেল প্রদান করা হয়। ইউএনভি বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইউএন উইমেন বাংলাদেশ এবং অ্যাকশনএইড বাংলাদেশ যৌথভাবে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
আয়োজকেরা জানান, বিশ্বব্যাপী স্বেচ্ছাসেবায় নিয়োজিতদের অধিকাংশই নারী। স্বেচ্ছাসেবার মাধ্যমে একদিকে যেমন নারীদের অংশগ্রহণ শক্তিশালী হয় তেমনি অসমতা দূরীকরণেও ভূমিকা পালন করে। নারী স্বেচ্ছাসেবীদের এই গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি জানাতে এবং অনুপ্রেরণা জোগাতেই এই সম্মাননা দেওয় হয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোহাম্মদ মেজবান উদ্দিন চৌধুরী, সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে ও স্থানীয় সরকার ক্ষমতায়ন বিভাগের প্রধান প্রকৌশলী এসকে মোঃ মহসিন প্রমুখ।
News Desk/ WE