মো. রুম্মান হাওলাদার, মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের বৃহত্তর মঠবাড়িয়া উপজেলার দক্ষিন থানা শাখার ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন ও নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি মো. আরিফ বিল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. নাঈমুল ইসলাম নির্বাচিত হন।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় সদর রোড সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মঠবাড়িয়া উপজেলা শাখার দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা দক্ষিন শাখার সভাপতি মুহাম্মদ রায়হান জুসমানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রতীক হাতপাখা নিয়ে মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ প্রর্থী মহিউদ্দিন আহম্মেদ লাবু মৃধা, মঠবাড়িয়া শাখার সদস্য সচিব মো. সেলিম মৃধা, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, বাংলাদেশ শিক্ষক ফোরাম মঠবাড়িয়া থানা শাখার সাধারণ সম্পাদক আব্দুল জলিল মুন্সি প্রমুখ।
সম্মেলনের প্রধান অতিথি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পিরোজপুর জেলার দক্ষিন শাখার সভাপতি মুহাম্মদ রায়হান জুসমানী পূর্বের কমিটি বাতিল করে ২০২৩ সেশনের জন্য এ কমিটি ঘোষণা করেন। পরে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে সম্মেলন শেষ হয়।
News Desk/WE