বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা পৌর শহরের খাকদোন ভাড়ানী খালের দুই পাড় সংরক্ষণ এবং তিনটি গুরুত্বপুর্ন কালভার্ট মেরামতসহ উপকূলের রক্ষাকবচ বেড়ীবাঁধ, অভ্যন্তরীণ নদী ও খাল খনন এবং সকল প্রকার স্লুইজ কালভার্ট উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয়।
গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ কাইছার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বরগুনার নির্বাহী প্রকৌশলী মোঃ নূরুল ইসলাম।
গোলটেবিল বৈঠকে অতিথি হিসেবে আরো উপস্থিত বরগুনার কৃতি সন্তান পটুয়াখালী জেলা ও দায়রা জজ রোখসানা বেনজু, বরগুনা পৌরসভার মেয়র এডভোকেট কামরুল আহসান মহারাজ, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হাসান বাদশা, জাকির হোসেন মিরাজ, মোঃ হাসানুর রহমান ঝন্টু, মনির হোসেন কামাল, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।
বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল হাফিজ।
News Desk/ WE