বরগুনা জেলা সংবাদদাতা:
অগণতান্ত্রিক ও অসাংগঠনিকভাবে ঘোষিত বরগুনা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা ঘোষণা জেলা ও উপজেলা বিএনপির একাংশের সংবাদ সম্মেলন।
শনিবার বিকেল ৫টায় জেলা বরগুনা জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এজেডএম সালে ফারুক লিখিত বক্তব্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন বরগুনা সদর উপজেলা বিএনপির বিগত ছয় সেপ্টেম্বর রাতের আঁধারে প্রকাশিত কমিটি সম্পূর্ণ ও গঠনতান্ত্রিক ও সাংগঠনিকভাবে প্রকাশ করা হয়েছে।
অসংবিধানিকভাবে ঘোষিত কমিটি ঘোষণা করায় জেলার অধিকাংশ নেতাকর্মী ক্ষুদ্র ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন নেতৃবৃন্দ দাবি করেন। নেতৃবৃন্দ আরো বলেন, বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্রীয় কমিটি থেকে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নির্দেশ করা করা হলে যা সম্পূর্ণ মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে বর্তমান কমিটির সম্পূর্ণ রূপে ব্যর্থ হবে।
সংবাদ সম্মেলনের বিএনপি নেতৃবৃন্দ বলেন, সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিক উপায়ে জেলা বিএনপির আহবায় কমিটির আহবায়ক ও সদস্য সচিব উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত নন এমন কিছু লোকদেরকে নিয়ে নিয়ে উপজেলা কমিটি রাতে ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ সদ্য ঘোষিত বরগুনা সদর উপজেলা কমিটি বাতিলের দাবি জানান। নেতৃবৃন্দ জেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের স্বেচ্ছাচারিতা, অগঠনতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিক উপায়ে বিভিন্ন উপজেলায় গঠিত কমিটি করার জন্য উক্ত কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য এডভোকেট নুরুল আমিন, ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সাবেক নেতা এডভোকেট আব্দুল মজিদ তালুকদার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম মাইনুদ্দিন, সদর থানা শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা শাহ্জালাল রুমি, কৃষক দলের সভাপতি মাসুদুর রহমান মানসু, সদর উপজেলা বিএনপির মহিলা বিএনপি’র সভাপতি সারমিন সুলতানা আসমা, সাধারণ সম্পাদক রিনা মল্লিক, থানা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম সুমন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুপা খান। থানা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রনিসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।