1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স চুরি - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স চুরি

সংবাদদাতা
  • আপলোড এর সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ বার দেথা হয়েছে
মোঃ সজল মাহমুদ, বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা বেতাগীর বিবিচিনি ইউনিয়ানে অবস্থিত ঐতিহাসিক শাহী মসজিদের দান বাক্স ভেঙে নগদ প্রায় লাখ টাকার বেশি চুরি হয়েছে।
গতকাল (১২ সেপ্টেম্বর)রবিবার গভীর রাতে বিবিচিনি শাহী মসজিদের প্রধান ফটকের সামনে রাখা দান বাক্সটির তালা ভেঙে  টাকা পয়সা নিয়ে যায়।
জানা গেছে, উপজেলার বিবিচিনি শাহী মসজিদটি ১৬৫৯ সালে দিল্লি সম্রাট শাহজাহানের শাসনামলে সুদুর পারস্য থেকে আধ্যত্মিক সাধক হযরত শাহ
নেয়ামতউল্লাহ (রহ:) ইসলাম প্রচার করার উদেশ্যে দিল্লীতে আসেন। হযরত শাহ নেয়ামতউল্লাহ (রহ:) ওই সময় এইস্থানে মসজিদটি নির্মান করেন। এ মসজিদে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ঘুরতে আসেন। নামাজ পড়েন এবং মসজিদের দান বাক্সে টাকা পয়সা দান করে থাকেন।
মসজিদের মোয়াজ্জেম হানিফ হাওলাদার বলেন, ‘প্রতি মাসের ৩০ তারিখ মসজিদ কমিটি দান বাক্সের টাকা খুলে থাকেন। তবে আনুমানিক লাখ টাকার বেশি হতে পারে।’
এ ব্যাপারে বেতাগী থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এবিষয় মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন,‘ চুরি হওয়া একটি অনাকাঙ্খিত ঘটনা। ঘটনা শোনার পর থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD