1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
কক্সবাজারে ২০টি স্বর্ণের বারসহ কবির আহম্মদ (৩০) নামে এক যুবক আটক  - mailAsia.News
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

কক্সবাজারে ২০টি স্বর্ণের বারসহ কবির আহম্মদ (৩০) নামে এক যুবক আটক 

সংবাদদাতা
  • আপলোড এর সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০১ বার দেথা হয়েছে

কক্সবাজারে ২০টি স্বর্ণের বারসহ কবির আহম্মদ (৩০) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৩৪) সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) কক্সবাজার ব্যাটালিয়নের (বিজিবি-৩৪) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক যুবক বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার বালুখালীর তুমব্র পশ্চিমকুল এলাকার জাফর আহমদের ছেলে।

এতে বলা হয়, বুধবার ঘুমধুম বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কিছু চোরাকারবারি বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে।

এমন সংবাদের ভিত্তিতে বিওপির একটি আভিযানিক টহলদল উখিয়া উপজেলার ৫ নম্বর পালংখালী ইউপির কাস্টম মোড়ে ফাঁদ পেতে থাকে।
একপর্যায়ে বিকেল সাড়ে ৩টায় একজন ব্যক্তিকে সীমান্ত থেকে কুতুপালংয়ের দিকে আসতে দেখে সন্দেহজনক হিসেবে আটক করা হয়।

এরপর তাকে তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকায়িত ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের বারের মূল্য দুই কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা এবং ওজন ৩,৩২১.৫৭ গ্রাম। আর আটক ব্যক্তির নাম কবির আহম্মদ।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

News Desk/SH

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD