কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপড়ায় তৃনমুল সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বে-সরকারি উন্নয়ন সংস্থ্যা আভাস সিএ এস আর প্রকল্প’র উদ্যোগে একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় শনিবার সকাল ১০ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাব হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে উপজেলার চম্পাপুর, লালুয়া ও বাবুগঞ্জ ইউনিয়নের ১৪ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহন করে।
এ প্রশিক্ষণ কর্মশালা চলে বিকেল ৪ টা পর্যন্ত। এসব শিশু শিক্ষার্থীদের ধারনা দেওয়া হয় উন্নয়নমূলক সাংবাদ লেখার কৌশল। এসময় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক রাসেল মোল্লা, সাংবাদিক উত্তম কুমার হাওলাদার, এস কে রঞ্জন, ইমন আল আহসান, নয়নাভিরাম গাইন নয়নসহ গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
আভাস সিএ এস আর প্রকল্পের স্পন্সরশীপ আফিসার মো.আরিফুল ইসলাম বলেন, এসব শিশু শিক্ষার্থীদের উন্নয়নমূলক সংবাদ তৈরী করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
News Desk/WE