1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
কুয়াকাটার অটো ভ্যান চালকদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

কুয়াকাটার অটো ভ্যান চালকদের সাথে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১০৪ বার দেথা হয়েছে

 

মো. জহিরুল ইসলাম, কুয়াকাটাঃ

পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ ও আনন্দপূর্ণ ভ্রমনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অটো ভ্যান চালকের সাথে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১২অক্টোবর) সকাল ১১ টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব,কুয়াকাটা পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ডাক্তার তৈবুর রহমান, ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ, ভ্যানচালক সমিতির সভাপতি মোহাম্মদ মাহবুব, ইব্রাহিম, নুরু মিয়া প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হাবিব শরীফ, টুরিস্ট পুলিশ সাব-ইন্সপেক্টর জাফরুল হোসেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা ( টোয়াক)’র সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন রাজু,পর্যটন নির্ভর ব্যবসায়ী নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম পর্যটনকেন্দ্র হচ্ছে সাগর কন্যা কুয়াকাটা। এ সৈকত থেকে সুর্যোদয় ও সুর্যাস্ত অবলোকন করা যায়। তাই দূরদূরান্ত থেকে এখানকার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা ছুটে আসেন। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার। ট্যুরিস্ট পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। পর্যটন স্পট গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম বেশী হবে।

সভার সঞ্চালনা করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD