1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
কুয়াকাটায় জমকালো আয়োজনের মাধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

কুয়াকাটায় জমকালো আয়োজনের মাধ্যদিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

সংবাদদাতা
  • আপলোড এর সময় : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৯২ বার দেথা হয়েছে

 

মো.জহিরুল ইসলাম,কুয়াকাটাঃ

‘পর্যটনের নতুন সম্ভাবনা’ এ প্রতিপাদ্যকে তুলে ধরে নানা আয়োজনের মধ্যে দিয়ে কুয়াকাটায় উদযাপিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। বর্ণাঢ্য শোভা যাত্রা র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করে পটুয়াখালী জেলা প্রশাসন,বাংলাদেশ ট্যুরিজম বোর্ড,বাংলাদেশ পর্যটন করপোরেশন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ,ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা টোয়াক সহ পর্যটন সংশ্লিষ্ট সংগঠন গুলো ।

আজ মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর বেলা ১০ টায় পর্যটন কর্পোরেশনের ইয়ুথ ইন মোটেলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়। এসময় বিভিন্ন সংগঠনের ব্যানার ও প্লাকার্ডের পাশাপাশি ব্যান্ড পার্টির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

অংশগ্রহণকারী অন্যান্য সংগঠনগুলোর মধ্যে ছিল কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) কুয়াকাটা পৌরসভার, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিস্ট বোট মালিক সমিতিসহ পর্যটনমুখী ব্যবসায়ী বৃন্দ। শোভাযাত্রাটি কুয়াকাটা বিভিন্ন মহাসড়ক প্রদক্ষিণ করে সৈকতের পর্যটন পার্কের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভায় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহম্মদ কামাল হোসেন, পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আঃ মান্নান, কলাপাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান,কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আঃ খালেক, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আঃ বারেক মোল্লা, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক নোও নোও খেন রাখাইন, হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য,পটুয়াখালী চেম্বার অব কমার্স সভাপতি গিয়াস উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু বক্কার সিদ্দিক,মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ আবুল খায়ের সহ পর্যটন নির্ভর ব্যবসায়ী নেতৃবৃন্দ।শোভাযাত্রায় কুয়াকাটায় আগত পর্যটকসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন অংশগ্রহন করে।

 

দুপুরে পর্যটকদের অংশগ্রহনে হাডুডু খেলা এবং ফুটবল প্রতি ম্যাচ, সন্ধ্যায় রাখাইন শিল্পীদের অংশগ্রহণে সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও পর্যটন দিবস উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে সমুদ্র সৈকত কুয়াকাটা
এলাকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার।

 

News Desk/WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD