1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় যুবলীগ নেতার হামলায় সিএইচসিপি হাসপাতালে - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় যুবলীগ নেতার হামলায় সিএইচসিপি হাসপাতালে

সংবাদদাতা
  • আপলোড এর সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৮৮ বার দেথা হয়েছে
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় যুবলীগ নেতা আবুল কালাম আজাদের হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কমিউনিটি ক্লিনিকে এক প্রোভাইডার (সিএইচসিপি)।
অভিযুক্ত যুবলীগ নেতা আবুল কালাম আজাদ(৩৮) সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর গ্রামের নছিয়ত উল্লার ছেলে। তিনি সদর উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক।
জানা গেছে, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি প্রোভাইডার(সিএইচসিপি) পদে চাকুরী করেন লালমনিরহাট পৌরসভার সাপ্টানা উচাটারী এলাকার ইসরাফিলের স্ত্রী রিতা আক্তার(৩৪)। চাকুরীর সুবাদে প্রতিদিন কাশিপুর কমিউনিটি ক্লিনিকে তাকে যেতে হয়। কর্মস্থলে যাবার ও ফেরার পথে এমন কি কর্মস্থলে গিয়েও ইফটিজিং করতেন যুবলীগ নেতা আবুল কালাম আজাদ। যা নিয়ে সরকারী কর্মকর্তা ও স্থানীয়রা একাধিকবার শালিস বৈঠক করে যুবলীগ নেতাকে আচরন সংশোধনের নির্দেশ দেন। কিন্তু তিনি আচরন সংশোধন না করে সিএইচসিপি’র উপর ক্ষিপ্ত হয়ে উঠেন।
গত শনিবার(২০ আগস্ট) প্রতিদিনের মত কর্মস্থলে যান সিএইচসিপি রিতা আক্তার। এসময় লোহার রড নিয়ে তার অফিসে গিয়ে পুনরায় কু-প্রস্তাব দেন যুবলীগ নেতা। যা প্রত্যক্ষান করায় জোর জরদস্তি করে শাড়ি টেনে হেচরে শ্লীলতাহানী করেন। এতেও রাজি না হলে মারপিট শুরু করেন। সিএইচসিপি রিতা আক্তারের আত্নচিৎকারে স্থানীয়রা ছুটে এসে যুবলীগ নেতার লালশা থেকে সিএইচসিপিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় সিএইচসিপ রিতা আক্তার বাদি হয়ে যুবলীগ নেতা আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওই দিন রাতে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়ের করায় আরও ক্ষিপ্ত হয়ে উঠেন অভিযুক্ত যুবলীগ নেতা। এখন অভিযোগ তুলে নিতে বাদির পরিবারকে হুমকী দিচ্ছেন বলে জানান সিএইসিপি রিতা আক্তার।
সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি, যা অত্যান্ত দুঃজনক। এটা তার ব্যাক্তিগত দায়। তবে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেছে।নিয়মিত মামলা হিসেবে নথিভুক্তের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD