1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
ক্যাটরিনার জীবনে একমাত্র শক্তিশালী পুরুষ যিনি - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

ক্যাটরিনার জীবনে একমাত্র শক্তিশালী পুরুষ যিনি

বিনোদন ডেস্ক
  • আপলোড এর সময় : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৯ বার দেথা হয়েছে
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ব্যক্তিগত জীবনে বিয়ে করে ঘর বেঁধেছেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। অভিনয় ও সংসার চালিয়ে নিচ্ছেন সমানতালে। খ্যাতি ও প্রাচুর্যের কোনো কমতি নেই তার। কিন্তু ছেলেবেলা মোটেই সুখকর ছিল না অভিনেত্রীর।

সাত বোন ও এক ভাই নিয়ে আট সদস্যের বড় পরিবার। ওদিকে ক্যাটরিনার মা সিঙ্গেল মাদারের ভূমিকায়। একা হাতেই সামলাতেন সব কিছু। ছোটবেলাতেই বিচ্ছেদ হয়ে গেছে বাবা-মায়ের। বাবাকে পাননি, হৃদয়জুড়ে শূন্যতা তো ছিলই। তবে মায়ের একা সংগ্রামের কথা স্মরণ করে এখনও শ্রদ্ধা অনুভব করেন নায়িকা। বড় হয়ে বুঝতে পারেন ঠিক কতটা ঝড়ঝাপটা সামলাতে হয়েছে তার মা সুজান টারকোটকে।

এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, ‘এতগুলো সন্তান! কয়জন মা একা সামলাতে পারেন, আমি জানি না। আমার মাকে দেখেছি। আশ্চর্য হয়েছি। আমাদের সমস্ত সময়ে আড়াল করে রেখেছিল মা। কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তা নিয়ে কখনো কথা বলেনি। কিন্তু আমি শুনতে চেয়েছিলাম সেই অধ্যায়। দেখেছিলাম, মাও কথাগুলো বলতে পেরে হালকা হচ্ছে।’

বাবা-মায়ের বিচ্ছেদ থেকে জীবন চলার পথে শিক্ষা নিয়েছিলেন ক্যাট। জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে চেয়েছিলেন যে হবে তার বন্ধু এবং শক্তিশালী চরিত্রের পুরুষ। তাইতো ভিকিকে খুঁজে নেওয়া এবং তার বাহুডোরে আবদ্ধ হওয়া। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে সারেন ‘ভি-ক্যাট’। বর্তমানে সুখী দম্পতি এই তারকাযুগল।

উল্লেখ্য, বড় পর্দায় ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গিয়েছে গুরমিত সিং পরিচালিত ‘ফোন ভূত’ ছবিতে। এতে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গেছে ঈশান খট্টর, সিদ্ধান্ত চতুর্বেদীকে। আগামীতে তাকে দেখা যাবে ‘টাইগার ৩’, ‘মেরি ক্রিসমাস’ ও ‘জি লে জারা’ ছবিতে।

এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD