মাজাহারুল ইসলাম মামুন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পূর্ব শত্রুার জেরে ধারালো ছুরির আঘাতে সাজু নামে এক কলেজ ছাত্র আহত হয়েছে।
সোমবার(৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়খাতা উচ্চ বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত সাজুর বাবা বাদী হয়ে স্থানীয় থানায় ৫ জনের নামে উল্লেখ করে অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫সেপ্টেম্বর বিকেলে বড়খাতা উচ্চ বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলা দেখতে যায় কলেজছাত্র সাজু। এ সময় পূর্ব শত্রুার জেরে পরিকল্পিত ভাবে সাজুর ওপর হামলা চালায় জিহাদ ও তার দলবল। ধারালো ছুরি দিয়ে সাজুর বুকের বামপাশে আঘাত করে তারা। এতে গুরুতর আহত হয় ৷ পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান৷
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়জনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।