1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
ঘূর্ণিঝড় সিত্রাং ; ২২ দিনের নিষেধাজ্ঞা। উপকূলের জেলেদের জীবন রক্ষা - mailAsia.News
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

ঘূর্ণিঝড় সিত্রাং ; ২২ দিনের নিষেধাজ্ঞা। উপকূলের জেলেদের জীবন রক্ষা

সংবাদদাতা
  • আপলোড এর সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৮৫ বার দেথা হয়েছে
বরগুনা বরগুনাঃ
ঘূর্নিঝড় সিত্রাংয় এর প্রভাব স্থলে যতটা কম ছিলো তার থেকে ভয়ানক অবস্থা ছিলো সাগরে। বিগত ঘূর্ণিঝড় আম্ফানের মতো এবারের সিত্রাং উপকূলীয় জেলেদের ক্ষতিসাধণ করতে পারেনি। মাছ ধরা নিষেধাজ্ঞা চলমান থাকার কারণে কোন ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেনি বলে মনে করছেন উপকূলীয় বরগুনার জেলেরা।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির কাছ থেকে জানা যায়, মা ইলিশ রক্ষা ও প্রজনন বিকাশের লক্ষে বিগত ৭ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সাগর ও নদ-নদীতে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য কারিদের কঠিন শাস্তির বিধান রয়েছে।
সরকার ঘোষিত এই নিষেধাজ্ঞার ১৮তম দিনই ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাত আসে উপকূলে। তাই কোনো জেলে বঙ্গোপসাগরে ও ততসংলগ্ন নদীতে মাছ ধরতে না গিয়ে নিরাপদে তীরে অবস্থান করছিলেন।
বরগুনা সদরের কয়েকজন জেলের সাথে কথা বললে তারা বলেন, সরকার সাগরে যাওয়ায় নিষেধাজ্ঞা দিয়েছে। তাই আমরা আইন মেনে সাগরে যাইনি। যদি এই ঘূর্নিঝড় নিষেধাজ্ঞার সময়ের বাইরে হতো, তাইলে আমাদের সঙ্গে কী ঘটতো তা একমাত্র আল্লাহ ভালো জানেন। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া
পাথরঘাটার কয়েকজন জেলে বলেন, জীবনে এই প্রথম কোনো সিগন্যালের মধ্যে আমরা সাগরে ছিলাম না। সাগরে সামান্য ঝড় হলেই আমাদের ট্রলার নিয়ন্ত্রন করতে বেগ পেতে হয়। এবারেরটা তো আরো বড় ঘূর্ণিঝড়। ৭ নম্বর সিগন্যালে যদি সাগরে থাকতাম তাইলে হয়ত ঢুবে মরতাম নইলে জাল-ট্রলার হারিয়ে দুরে কোথাও ভেসে যেতাম।
এ বিষয়ে জানতে চাইলে জেলা মৎসজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মা ইলিশ রক্ষায় সাগরে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার কারণে জেলেদের ভয়ংকর ঘূর্ণিঝড়ের মূখে পড়তে হয়নি। আমাদের এই উপকূলীয় জেলায় কোন আবহাওয়া অফিস নেই। এই সময়ে যদি জেলেরা সাগরে থাকতো তবে তাদের কাছে ঝড়ের খবর দিতে দিতে সব শেষ হয়ে যেতো। হয়তো অনেকে খবর পেয়ে প্রাণ নিয়ে ফিরে আসতো আর অনেকে ঝড়ের কবলে কোথায় যে হারিয়ে যেতো কেউ জানতো না। বরগুনার উপকূলে লাখো জেলেদের বসবাস। যদি একটি আবহাওয়া অফিস থাকতো তবে আমরা দ্রুত সঠিক পূর্বাভাস পেতাম এবং জেলেদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতো।
 News WE/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD