1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
চলচ্চিত্র পুরস্কার পেয়ে কাজের প্রতি উৎসাহ বেড়েছে: মীর সাব্বির - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

চলচ্চিত্র পুরস্কার পেয়ে কাজের প্রতি উৎসাহ বেড়েছে: মীর সাব্বির

বিনোদন প্রতিবেদক
  • আপলোড এর সময় : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৬ বার দেথা হয়েছে
চলচ্চিত্র অভিনেতা মীর সাব্বির

জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন অনেক আগেই। অভিনয়ের পাশাপশি নির্মাতা ও নাট্যকার হিসেবেও বেশ পরিচিত তিনি। এবার ‘রাত জাগা ফুল’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’-এ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন মীর সাব্বির।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মীর সাব্বির বলেন, ‘রাত জাগা ফুল’ ছবির সঙ্গে আবেগ ভালোবাসার চ্যালেঞ্জ জড়িত। আমার মতো একজন ক্ষুদ্র অভিনেতাকে চমৎকার প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করার জন্য ধ্যনবাদ জানাই জুরি র্বোডকে। সেই সঙ্গে যারা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’-এ শ্রেষ্ঠ অভিনেতা হতে পারেননি তাদের জন্যও শুভ কামনা। সামনে তারা পাবেন এই প্রত্যাশা করি।

মীর সাব্বির আরও বলেন, ‘রাত জাগা ফুল’ সিনেমাটি ২০১৮-১৯ সালের অর্থ বাজেটে সরকারি অনুদানে নির্মিতি হয়েছে। এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে আমার আগ্রহ আরও বেড়ে গেলো। চলচ্চিত্র পুরস্কার কাজের প্রতি আরও দায়িত্বশীল করেছে আমাকে। ভবিষ্যতে আমি যে কাজগুলো করবো তা আরও ভালোভাবে করবো, তার উৎসাহ দেবে এই পুরস্কার।

সবার প্রতি ধন্যবাদ জানিয়ে সাব্বির বলেন, এই পুরস্কারে অংশীদার ‘রাত জাগা ফুল’ ছবির সব কলা-কুশলীর। তারা যদি আমার পাশে না থাকতো তাহলে এই পুরস্কার পেতাম না। সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা। সব সময় আমাকে আমার পরিবারের সদস্যরা উৎসাহ দিয়ে আসছেন। তাই তাদের কাছে আমি চির কৃতজ্ঞ।

মেইল এশিয়া নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD