1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদ থেকে অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদ থেকে অবাধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন

সংবাদদাতা
  • আপলোড এর সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৮৩ বার দেথা হয়েছে

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্থানীয় কিছু প্রভাবশালী প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ উঠেছে। বালু তোলা বন্ধের দাবী জানিয়ে জনৈক আইনুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে গত ২৩ অক্টোবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

জানা যায়, উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নের টাঙ্গন ব্রীজের পূর্বপাশ্বে ভবানীপুর নতুন বাজারের উত্তর দিকে এবং ভবানীপুর ফোরকানিয়া মাদ্রাসার দক্ষিন দিকের নদী থেকে অবাধে একটি চক্র সরকারী বালু উত্তোলন করে চলছে। এই বালু চক্রের নেতৃত্ব দিচ্ছেন উপজেলার ভবানীপুর গ্রামের নুর জামাল কাল্টু, রিযাজুল ইসলাম সহ বেশ কয়েকজন। তারা রাতভর নদীর বালু তুলে নিজেদের হেফাজতে জমা করে পরবর্তীতে চড়া দামে বিক্রি করে চলছেন।

বালু ব্যবসায়ীরা বাজারদেহা গ্রামের ফইজুল, কোষাবন্দরের মোশাররফ ,ও এখতিয়ারপুর গ্রামের মানিক ও জব্বারের ট্রাক্টর ট্রলিতে করে বালু উত্তোলন করে থাকেন। রাত ১১ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত বালু উত্তোলন করে থাকেন। স্থানীয়রা বলেছেন বালু উত্তোলনকারী দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বালু উত্তোলনের বিষয়ে জিয়ারুল বলেন, ‘আমরা বালু উত্তোলন করছি না। আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমি শুনেছি। আমি বালু কোন টাকা পয়সা নেই না।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিযার নজিরের বলেন, কিছুদিন আগে অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন বালু ব্যবসায়ীকে জরিমানা করেছি। অভিযান অব্যাহত আছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও তহশীলদারকে দেখার জন্য বলেছি।

 

News Desk/WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD