1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
তৃনমূল পর্যায়ে ইতিহাস চর্চা ছড়িয়ে দিতে হবে - অধ্যাপক ড.মুনতাসীর মামুন - mailAsia.News
বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

তৃনমূল পর্যায়ে ইতিহাস চর্চা ছড়িয়ে দিতে হবে – অধ্যাপক ড.মুনতাসীর মামুন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপলোড এর সময় : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪ বার দেথা হয়েছে

তৃনমূল পর্যায়ে ইতিহাস চর্চা ছড়িয়ে দিতে হবে
ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, ইতিহাস পাঠ করলে মানুষের মধ্যে দেশ প্রেম তৈরী হয়। তাই তৃনমূল পর্যায়ে ইতিহাস চর্চা ছড়িয়ে দিতে হবে। এছাড়া সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হবে। গতকাল শনিবার বেলা ১১ টায় কুয়াকাটার পর্যটন কর্পোরেশনের হলরুমে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী’র বরিশাল বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, পড়াশোনা ছাড়া শিক্ষক হওয়া যায় না। শিক্ষকদের প্রতিবাদী হতে হবে। মর্যাদাহীন শিক্ষক হয়ে কোন লাভ নেই। অনেক কলেজের অধ্যক্ষদের দেখা গেছে, তার অধিনস্থ শিক্ষক এম,ফিল করার জন্য আবেদন করলে অধ্যক্ষরা তার অনুমতি দিচ্ছে না। এটা সঠিক না।

অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, শিক্ষকদের সুযোগ দিতে হবে। একটি দেশের ইতিহাস জানার প্রয়োজন আছে। এক সময় শিক্ষকরা মনে করতেন ইতিহাস বিষয় নিয়ে পড়াশোনা করলে চাকুরি পাওয়া যায় না। এটা একদম ভুল কথা। ইতিহাস পড়ে গুনি মানুষ তৈরী হচ্ছে । ইতিহাস পড়ে প্রশাসনে চাকুরী করছে । শিক্ষকতা শুধু বাসায় চেক বই নয়। বইও পড়তে হবে।

এ সম্মেলনের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর বরিশাল বিভাগীয় সভাপতি খোন্দকার অলিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ ইতিহাস সন্মিলনীর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড.মাহব্বুুর রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষনা ইনষ্টিটিউটের পরিচালক ড.মো.মনিরুজ্জামান শাহীন।
অন্যান্যদেও মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইতিহাস সন্মিলনীর পটুয়াখালী জেলার সভাপতি অধ্যাপক মো.নাজমুল আলম, ঝালকাঠী জেলা শাখার সভপতি আবদুর রাজ্জাক, ভোলা জেলার সভাপতি অধ্যাপক জাহান জেব আলম প্রমুখ।

অসাম্প্রদায়িক ও গণমুখী ইতিহাস চর্চার জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ইতিহাস সম্মিলনী বরিশাল বিভাগীয় এ সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক উপস্থিত ছিলেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বরিশাল বিভাগের স্থানীয় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঐতিহ্য রক্ষায় বিভিন্ন বিষয়ের ওপর পাঁচটির প্রবন্ধ উপস্থাপন করেন ড.মরিুজ্জামান শাহীন,অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, অধ্যাপক ফৌজিয়া খানম অশ্রু, অধ্যাপক লুলু আল মারজান, অধ্যাপক বিএম শহীদুল ইসলাম মাখন। পরে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD