মাজাহারুল ইসলাম মামুন, লালমনিরহাট প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেশের বিভিন্নস্থানে তাই সাড়ম্বরে প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। মণ্ডপের সাজসজ্জাসহ সার্বিক প্রস্তুতি দ্রুত এগিয়ে নিচ্ছেন আয়োজক ও পূজা উদযাপন কমিটি।
আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।শারদীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা।
আরও এক আয়োজক জানান, এ বছর অনেক সাড়ম্বরে পূজা উদযাপন করা হবে।
মূর্তি গড়ার কাজ দ্রুত গতিতে এড়িয়ে চলেছে।
কিছুদিন পর থেকেই রংয়ের কাজ শুরু হবে।
দশভূজা দেবী দুর্গা এবার আসছেন ঘোড়ায় চড়ে।
আর ফিরে যাবেন নৌকায়। পূজাকে কেন্দ্র করে তাই সর্বত্রই চলছে সাজ সাজ রয়েছে।