পটুয়াখালীপ্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনা উপজেলার মানুষের চিকিৎসা সেবার সুবিধার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এসি অ্যাম্বুলেন্সের উদ্ধোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ নতুন অ্যাম্বুলেন্সের চাবি উপজেলা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শাহাজাদা সাজু এমপি।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মিয়া , উপজেলা নির্বাহী কর্মকর্তা মাে. মহিউদ্দিন আল হেলাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, থানা ওসি মেহেদি হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগেও একটি এম্বুলেন্স ছিল তবে উপজেলার জনসংখ্যার জন্য বর্তমান আরো একটি নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় খুশি এলাকার লোকজন। তবে দুইটি অ্যাম্বুলেন্সে জন্য চালক একজন। নতুন অ্যাম্বুলেন্সের জন্য কোন চালক নিয়োগ দেয়া হয়নি, যার কারণে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হলেও কার্যত স্বচল থাকবে একটি এম্বুলেন্স।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা হাসপাতালে পুরানো একটি অ্যাম্বুলেন্স রয়েছে, নতুন আর একটি এম্বুলেন্স সংযুক্ত হওয়ায় এলাকার লোকজন আগের চেয়ে অনেক বেশি উপকারভোগী হবে বলে মনে করছি।