1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
নবজাতক শিশুর নাম রেখেছে নেইমার - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

নবজাতক শিশুর নাম রেখেছে নেইমার

সংবাদদাতা
  • আপলোড এর সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬২ বার দেথা হয়েছে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:

ব্রাজিল ও দক্ষিন কোরিয়ার খেলা চলছিল। ব্রাজিল সাপোর্টার ডাক্তার, নার্স সবাই জার্সি পরে পটুয়াখালীর কলাপাড়া ক্লিনিকে বসে খেলা উপভোগ করছিলেন। প্রথমার্ধ্বে ৪ গোল দেয়ার পর উচ্ছসিত ছিল তারা। এমন সময় নিয়ে আসা হলো প্রসব বেদনায় কাতরানো এক গর্ভবতী মাকে। খেলা শেষ হওয়ার আগেই তাকে সিজারিয়ান কক্ষে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই জন্ম নেয় এক পুত্র সন্তান। সিজার শেষে অবাক কান্ড ঘটিয়ে ফেলে নবজাতক এই শিশু। ডাক্তারের সিজারিয়ান কাজে ব্যবহৃত যন্ত্রটি হাত দিয়ে ধরে ফেলে। এসময় কলাপাড়া হসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জে এইচ খান লেলীন উচ্ছসিত হয়ে নবজাতক শিশুর নাম রাখেন নেইমার।

ডাক্তার তার ফেসবুক পেইজে ছবিটি শেয়ার করলে বেশ ভাইরাল হয়। আবার অনেকে কমেন্ট করে ওই বাচ্চাটিকে ব্রাজিলের জার্সি উপহার দেয়ার কথা জানান। বর্তমানে নবজাতক শিশু ও তার মা ওই ক্লিনিকে ভর্তি রয়েছে।

ক্লিনিকের সেবিকা আলো বেগম জানান, ওই রোগীকে ক্লিনিকে নিয়ে আসা হলে আমরা খেলার প্রথমার্ধ্ব শেষ হওয়ার আগেই তাকে সিজারিয়ান কক্ষে নিয়ে যাই। জন্মের পরেই শিশুটি ডাক্তারের হাতে থাকা সিজারিয়ান কাজে ব্যবহৃত যন্ত্রটি হাত দিয়ে ধরে ফেলে। এমন কান্ড দেখে অবাক হয়েছি।

কলাপাড়া হসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জে এইচ খান লেলীন জানান, ব্রাজিল ও দক্ষিন কোরিয়ার খেলা বেশ জমে উঠছিল। এসময় ওই রোগীর অবস্থা খারাপ দেখে খেলার বিরতির মাঝে তাৎক্ষনিক তাকে অপারেশন থিয়েটারে নিয়ে সিজার করি। মজার বিষয় হচ্ছে নবজাতকটি আমি হাতের উপর নেয়ার পর তার মায়ের নার কাটার আগেই আমার হাতের একটি যন্ত্র ধরে ফেলে। সে যন্ত্রটি অনেক্ষন ধরে রাখে। এতে আমার সঙ্গে থাকা সবাই অনেকটা আনন্দিত হয়। এসময় আমির তার নাম নেইমার রেখে দেই।

 

News Desk/WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD