বরগুনার নবাগত পুলিশ সুপার আব্দুস ছালামের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা আজ বিকাল ৫-৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার, এস,এম,তারেক রহমান,অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি হাসান, ( বরগুনা সার্ককেল) তোফায়েল আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার( পাথরঘাটা-বামনা, সার্কেল),শহীদুল ইসলাম, (ওসি ডিবি)সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আলী আহমেদ
উপস্হিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার, গণমাধ্যম কর্মীদের নিকট থেকে বরগুনার আইনশৃঙ্খলা, সামাজিক,ও রাজনৈতিক অবস্হার বিষয় ধারনা নেন। পুলিশ সুপার বলেন,বরগুনা একটি শান্তিপূর্ণ জেলা হিসাবে পরিচিত। পুলিশের একার পক্ষে জনগনের সার্বিক সহযোগিতা ব্যাতীত আইনশৃঙ্খলা পরিস্হিতি নিয়ন্রন রাখা কঠিন।গণমাধ্যম কর্মী পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান, নবাগত পুলিশ সুপার আব্দুস ছালাম।
পরিচিতি ও মত বিনিময় সভায়,প্রেসক্নাব সভাপতি আ্যাড়ঃ সঞ্জীব দাস,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমন খান,সিনিয়র সাংবাদিক চিত্ত রঞ্জন শীল,হাসানুর রহমান,মনির হোসেন কামাল,স্বপন দাস সহ প্রেসক্লাব, প্রিন্ট মিডিয়া সাংবাদিক ফোরাম,টেলিভিশন সাংবাদিক ফোরাম,অনলাইন সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়নের সদস্য ও স্হানীয় গণমাধ্যম কর্মীরা উপস্হিত ছিলেন।