দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর দশমিনা-বাউফল সড়কের দক্ষিণ দাস পাড়া নতুন বাজার নামকস্থানে সড়ক দুর্ঘটনায় মোসা. ফিরোজা বেগম (৫০) নামের একজন নিহত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বাঁশবাড়িয়ার ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া নতুন বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফিরোজা বেগম ওই গ্রামের ইউনুস মালের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীগন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ফিরোজা বাড়ি থেকে নতুন বাজারে যাচ্ছিলের। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সেখানেই তিনি পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুত্বর দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ্যম্বলেন্স যোগে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সন্ধ্যা ৭টার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার ঘাতক মোটরসাইকেল চালক গাড়ি নিয়ে পালিয়েছে।
এ বিষয়ে দশমিনা থানার এসআই তৌসিফ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।
News Desk/ WE