পাথরঘাটা প্রতিনিধি:
বাড়িতে যেতে চাওয়ায় বরগুনার পাথরঘাটায় জালিস মাহমুদ (১১) নামে এক মাদরাসাছাত্রকে বেত দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে দুই শিক্ষকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) উপজেলার মাছের খাল গ্রামের কোরবানিয়া হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাড়িতে যেতে চাওয়ায় ওই মাদরাসার দুই শিক্ষক মিল্লাত হোসেন ও আল-আমিন মিলে ছাত্র জালিসকে বেত দিয়ে নির্মমভাবে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে আহতাবস্থায় ওই ছাত্র পালিয়ে বাড়িতে চলে যায়।
ছেলের এমন অবস্থা দেখে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসে তার বাবা-মা।
আহত জালিস জানায়, সে বাড়িতে আসতে চেয়েছিল বলে তাকে আসতে না দিয়ে বৃহস্পতিবার ফজরের নামাজের পর ও সকাল সাড়ে ৭টার দিকে দুই দফায় বেত দিয়ে বেধড়ক পেটান শিক্ষক মিল্লাত হোসেন ও আল-আমিন।
এদিকে ছেলের ওপর ওই দুই শিক্ষকের নির্যাতনের অভিযোগে বিচারের দাবি করেছেন বাবা জাকির হোসেন। শিক্ষকের এমন কাণ্ড দেখে স্থানীয়রাও হতবাক।
এ ব্যাপারে কথা বলতে ওই মাদরাসায় গেলে অভিযুক্ত ওই দুই শিক্ষককে পাওয়া যায়নি।
এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার বলেন, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
News Desk/ WE