1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
পিরোজপুরে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১১:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

পিরোজপুরে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৫ বার দেথা হয়েছে

 

মো. রুম্মান হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরী আয়োজনে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একডেমিতে অনুষ্ঠিত এ কুইজ প্রতিযোগিতার উদ্ভোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বেতার প্রতিনিধি মাহমুদ হোসেন শুকুর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পিরোজপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক গৌতম চৌধুরী, জেলা শেরেবাংলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোঃ গোলাম মাওলা নকীব।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ২৮৫ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন। প্রতিযোগিতায় প্রথম হয়েছে পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী আতিফ মোস্তফা, দ্বিতীয় হয়েছে কদমতলা মহিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেনীর শিক্ষার্থী জুই আক্তার, তৃতীয় হয়েছে পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আয়েশা আক্তার তিশা। আতিফ মোস্তফা ২০১৯ সালেও কুইজে প্রথম হয়েছিল। প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ক্রেষ্ট, সনদপত্র, বঙ্গবন্ধুর ছবি সংবলিত মগ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বই উপহার দেয়া হয়।

উল্লেখ্য, পিরোজপুর শেরেবাংলা পাবলিক লাইব্রেরী কর্তৃপক্ষ ২০১৫ সাল থেকে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছেন।

 

 

News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD