সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান শিক্ষকদের উদ্দেশ্য বলেন,নিজেদের সন্তানদের শহরে পড়ান,মানুষ করার চেষ্টা করেন,আর গ্রামের চাষাভুষা যারা আছে,তাদের সন্তানরা কি চাষাভুষাই থেকে যাবে? কিন্ডারগার্ডেনর শিক্ষকরা কতো বেতন পান, আর আপনারা কতো বেতন পান? কেন অভিবাকরা বিনা বেতনে পড়াবার সুযোগ পেয়েও সন্তানকে প্রাইমারীতে না পাঠিয়ে কিন্ডারগার্ডেন পাঠান?
সিনিয়র সচিব বলেন,একজন একটি স্কুলের চেহারা পাল্টে দিতে পারেন,কোমলমতি শিক্ষার্থীদের মমতা-ভালোবাসা আদর দিয়ে গড়ে তুলতে হবে।
পরে তিনি পিটিআই চত্তরে ফলজ ও বণজ গাছের চাড়া রোপন করেন।