1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
প্রাথমিক শিক্ষাকে রক্ষা করতে হবে,এর শ্বাস বের হয়ে আসছে।প্রাথমিক ও গণশিক্ষা সচিব - mailAsia.News
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

প্রাথমিক শিক্ষাকে রক্ষা করতে হবে,এর শ্বাস বের হয়ে আসছে।প্রাথমিক ও গণশিক্ষা সচিব

সংবাদদাতা
  • আপলোড এর সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৯৮ বার দেথা হয়েছে
বরগুনা প্রতিনিধিঃ
প্রাথমিক ও গণশিক্ষা মন্রনালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেছেন,আমরা আমাদের কাজটা করিনা,জনগনের টাকায় পড়াশুনা করেছি,এখন বেতন নিচ্ছি।প্রাথমিক শিক্ষাকে বাঁচাতে হবে,এর শ্বাস বের হয়ে আসছে।
শুক্রবার বরগুনা পিটি আই, মিলনায়তনে প্রশিক্ষণার্থী শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক,হাবিবুর রহমান,প্রাথমিক ও গণশিক্ষা মন্রনালয়ের উপ-সচিব কবির হোসেন,উপ-সচিব মোবাশ্বের হোসেন সহ জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান শিক্ষকদের উদ্দেশ্য  বলেন,নিজেদের সন্তানদের শহরে পড়ান,মানুষ করার চেষ্টা করেন,আর গ্রামের চাষাভুষা যারা আছে,তাদের সন্তানরা কি চাষাভুষাই থেকে যাবে? কিন্ডারগার্ডেনর শিক্ষকরা কতো বেতন পান, আর আপনারা কতো বেতন পান? কেন অভিবাকরা বিনা বেতনে পড়াবার সুযোগ পেয়েও সন্তানকে প্রাইমারীতে না পাঠিয়ে কিন্ডারগার্ডেন পাঠান?
সিনিয়র সচিব বলেন,একজন একটি স্কুলের চেহারা পাল্টে দিতে পারেন,কোমলমতি শিক্ষার্থীদের মমতা-ভালোবাসা আদর দিয়ে গড়ে তুলতে হবে।
পরে তিনি পিটিআই চত্তরে ফলজ ও বণজ গাছের চাড়া রোপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD