বরগুনা প্রতিনিধিঃ
বরগুনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে শহরের আদর্শ স্কুল মিলনায়তনে বরগুনা জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাড. ড. মশিউর মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাবেক মেয়র এ্যাড. শাহজাহান মিয়া, বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল মেয়র রইসুল আলম রিপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রমুখ।
এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা যুবলীগের সহ-সভাপতি সাবেক কমিশনার মোঃ হুমায়ুন কবির।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
News Desk/ WE