1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
বরগুনায় উদ্বোধন হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা - mailAsia.News
রবিবার, ১৯ মার্চ ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

বরগুনায় উদ্বোধন হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

সংবাদদাতা
  • আপলোড এর সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৮২ বার দেথা হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ

বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদ্বোধন হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

সোমবার (২২আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে এ আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- পটুয়াখালী ও বরগুনা উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন করেন, জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহম্মেদ।

ইমরান হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাছান, বরগুনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুস সালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. যুবায়ের আহম্মেদ ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস।

এ সময় বক্তারা বলেন এই মেলায় সকল প্রজাতির ফলজ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন চারা পাওয়া যাবে, পরে প্রধান অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

 

 

News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD