বরগুনার তালতলীতে শিশুদের হাত ধোয়া শেখানোর নামে কাজ না করেই টাকা তুলে নিতে চাইছে দুটি এনজিও টাকার পরিমান সাড়ে তিন কোটিরও বেশি অর্থ আত্মসাতের আলামত পেয়েই এনজিও দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে উপজেলা প্রশাসন।
বরগুনা জেলার তালতলীতে ৫ বছরের কম বয়সী শিশুদের হাত ধোয়া শিখিয়ে পুষ্টিসমৃদ্ধ করবে জাগোনারী নামের একটি এনজিও এজন্য তাদের পাঁচ বছরে প্রায় ১৮ কোটি টাকা দেবে ফ্রান্সের দাতা সংস্থা একশন কন্ত্রে লা ফাইম (এ.সি.এফ)। এ প্রকল্পের আওতায় এক বছরে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার কাজ হয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অর্থছাড়ের অনুমতি চায় জাগোনারী। কিন্তু অর্থছাড়ের বদলে জাগোনারী এবং (এ.সি.এফ) বাংলাদেশর অফিস এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনজিও ব্যুরোতে চিঠি দেন সেসময়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার মতে এই প্রকল্পে অর্থ আত্মসাৎ করেছে জাগোনারী এবং (এ.সি.এফ) এর বাংলাদেশ অফিস।জাগোনারীর সাথে যুক্তরা প্রথমে শিশুদের হাত ধোয়া শেখানোর কথা বললেও পরে বলেন ভিন্ন কথা।জাগোনারী নির্বাহী প্রধান জানালেন তাদের অনুষ্ঠানে মন্ত্রী এমপি সচিব দের উপস্থিত করতে ব্যয় করেছেন সোয়া তিন কোটি টাকা।জাগোনারীর প্রদান নির্বাহীর এই কথা যে ঠিক নয় তা জানালেন দাতা সংস্থার (এ.সি.এফ) এর কর্মকর্তারা।এদিকে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি তালতলী উপজেলার সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সাদেক তানভীর।
NEWS DESK/SH