বরগুনা (বরগুনা) প্রতিনিধিঃ
দেশের অন্যতম রকস্টার নগর বাউল জেমসের জন্মদিন উপলক্ষে বেতাগী জেমস ফ্যান ক্লাবের উদ্যোগে আজ (২ অক্টোবর) রোজ রবিবার রাত ৮ টার সময় বেতাগী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়েছে।
এই সময় বেতাগী জেমস ফ্যান ক্লাবের সদস্য দের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সবার মুখ জেমসের গাওয়া ও লেখা বিভিন্ন গান গুন গুন সুরে গেতে শোনা গেছে। কেক কেটে ভক্তদের একে অপরকে খাওয়াতে দেখা গেছে।
এই সময় বেতাগী জেমস ফ্যান ক্লাবের আহ্বায়ক মিজানুর রহমান মিঠুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি ও জেমস ভক্ত প্রভাষক জহিরুল ইসলাম লিটন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা,যুগ্ম সাধারণ সম্পাদক লিটন ফরাজি সহ উপজেলা ছাএলীগের যুবলীগের জেমস ভক্ত অনেক নেতারা।
দেশের অন্যতম রকস্টার জেমসের ৫৮ তম জন্মদিন আজ রবিবার (২ অক্টোবর)।
জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। গানের মাধ্যমে যিনি উজ্জ্বল হয়ে ওঠেন দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে।তার জীবনের দিকে তাকালে, সঙ্গীতের নন্দিত তারকা জেমস ১৯৬৪ সালের নওগাঁয় জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম মাহফুজ আনাম। তবে তার কৈশোর কেটেছে চট্টগ্রামের আজিজ বোর্ডিং-এ। বন্ধুদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে ফিলিংস ব্যান্ডের সঙ্গে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ হয়।
১৯৮৮ সালে আসে তার প্রথম একক অ্যালবাম ‘অনন্যা’। পরবর্তীতে ‘ফিলিংস’-এর নাম পরিবর্তন করে দেন ‘নগর বাউল’। জেমস-এর ব্যান্ড ও একক অ্যালবামের মধ্যে আরো রয়েছে- লেইস ফিতা লেইস, নগর বাউল, দুষ্টু ছেলের দল, পালাবে কোথায়, দুঃখিনী দুঃখ করো না, আমি তোমাদেরই লোক ও কাল যমুনা।
বাংলাদেশি সিনেমায় জেমসের গান বেশ জনপ্রিয়। দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু দেশীয় প্লেব্যাক নয়, বলিউডেও রাজত্ব করেছেন এই রক তারকা। তার গাওয়া ‘ভিগি ভিগি’, ‘চাল চালে’, ‘আলবিদা’, ‘রিশতে’ এবং ‘বেবাসি’ গানগুলো এখনও বিশ্বের বিভিন্ন দেশের মানুষের কাছে জনপ্রিয়।
News Desk/ WE