বরগুনা প্রতিনিধিঃ
আবারও কিছু কিছু যায়গায় দেখাদিয়েছে ডেঙ্গু জ্বর। বরগুনায় গত ১মাসে ১৮০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করেন। গত২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা পুরুষ ০৬জন ও মহিলা ০৩জন। আক্রান্তদের মধ্যে বর্তমানে মোট ১৯জন বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হয়েছে।
প্রথম আলো বরগুনা প্রতিনিধি রফিক বলেন, হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিতে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানান। তখনই তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।
বরগুনা পৌর মেয়র কামরুল আহসান মহারাজ বলেন, ডেঙ্গু জ্বরের রুগী বৃদ্ধি পাওয়ায় মশা নিধনের মেশিন দিয়ে বিভিন্ন জলাশয় বাসা বাড়ির আঙ্গিনায় ও ড্রেনে মশা নিধনের ঔষধ দিয়েছি। আশা করি ডেঙ্গু জ্বর থেকে বরগুনার মানুষ মুক্তি পাবে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাফ হোসেন বলেন, বরগুনা জেনারেল হাসপাতালে গত ১মাসে চিকিৎসা নিতে আসা ১৮০ জনকে আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছি। এদের মধ্যে মোট ভর্তি আছে ১৯জন, গত ২৪ ঘন্টায় বাড়ি ফিরছেন ০৯ জন এবং নতুন ভর্তি হয়েছে ০৯জন। সবাইকেই আমরা চিকিৎসা দিচ্ছি।
News Desk/WE