বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা জেলার আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ হাসপাতাল গেইটের সামনে পূর্ব উত্তর পাশের পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে এক মাদক ব্যাবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পুলিশ সুপারের আদেশক্রমে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মিলন নেতৃত্বে এসআই আফজাল হোসেন, এএসআই রায়হান তালুকদার, এএসআই আমিনুল ইসলাম সংগীয় ফোর্সসহ তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ছোট বগী গ্রামের মৃত জলিল ফকির এর ছেলে মোঃ জসিম ফকির (৩৫) কে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাতে ০৮টার দিকে আমতলী পৌরসভার হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে ২০০পিস ইয়াবা ট্যাবলেট সহ জসিম ফকির নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
News Desk/ WE