বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ বড়পাড়া সাকিনের জনৈক মোঃ জাফর মেম্বার এর বাড়ির সামনের খোয়া বিছানো রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পুলিশ সুপারের আদেশক্রমে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম মিলন নেতৃত্বে এস. আই ও পুলিশ কনস্টেবল সহ গোয়েন্দা পুলিশের একটি টিম বরগুনা জেলার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড়পাড়া গ্রামের মৃত ওমর আলী মৃধার ছেলে মোঃ মোতালেব মৃধা (৪৫) কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেন।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাত দশ ঘটিকায় (বরগুনার তালতলী উপজেলার পচাঁকোড়ালিয়া ইউনিয়ন) অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
অলিউল্লাহ্ ইমরান
বরগুনা প্রতিনিধি
০১৮৮১৮৮৮২৯৯
১৮-০৯-২২।