বরগুনায় শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব।
সোমবার (৩০ জানুয়ারি) বরগুনা জেলা শিল্পকলা একাডেমীতে এই শীতবস্ত্র বিতরণ করেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবার উপ-কমিটি সাবেক সদস্য, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম মশিউর রহমান শিহাব।
এ সময়ে এস এম মশিউর রহমান শিহাব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষও না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।তিনি আরও বলেন, বরগুনা-১ আসনের দুস্থ-অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ। ‘এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি প্রধানমন্ত্রীর বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। প্রধানমন্ত্রীর ক্ষুদ্র উপহার আপনারা গ্রহণ করবেন।’
সদর উপজেলার ৩ নম্বর ফুলঝুড়ি ইউনিয়নের গিলাতলী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেন, আমাদের সংসারে অভাবের সময় আমার ছেলে ঢাকায় শিহাবের অফিসে গিয়ে সমস্যার কথা বললে সেই দিনই শিহাব তার কোম্পানিতে আমার ছেলের জন্য একটি চাকুরির ব্যবস্থা করে দেয়। এখন শিহাবের সহযোগিতায় আমরা ভালোই আছি। আল্লাহ যেন শিহাবকে অনেক দিন বাচিয়ে রাখেন। শিহাব নির্বাচন করলে আমরা শিহাবকেই ভোট দিবো।
বরগুনা পৌর শহরের কালিবাড়ি এলাকার রিক্সা চালক রাসেল বলেন, ঈদে আমার পরিবারের সদস্যদের জন্য জামা কাপড় ক্রয় করার মতন টাকা ছিলো না। শিহাব ভাই ঈদে আমার ও আমার পরিবারের জামা কাপড় দিয়েছেন।
২নং গৌরিচন্না ইউনিয়নের মনসাতলী এলাকার সুমন শীল বলেন, প্রতিবছর পূজায় শিহাব ভাই আমাদের কাপড় দিয়ে থাকেন। বরগুনার কোন নেতা আমাদের পূজায় সাহায্য করেনা শিহাব ভাই প্রতিবছর করে থাকেন। তার কথা সারাজীবন মনে রাখতে হবে নইলে ভগবানের কাছে অপরাধী হয়ে থাকবো।
এন/আ/অ