বরগুনায় তিনটি তক্ষকসহ চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বরগুনা পৌরসভার শহীদ স্মৃতি সড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন বরগুনা সদরের বুড়িরচর ইউনিয়নের সুশীল বিশ্বাস, আবুল বাশার, আয়লা পতাকাটা ইউনিয়নের মো. নুর ইসলাম, কেওড়াবুনিয়া ইউনিয়নের সাইফুল ইসলাম রানা ও নাসির উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হক।
তিনি বলেন, ডিবি পুলিশ ক্রেতা সেজে তক্ষক বিক্রি চক্রের ৫ সদস্যকে আটক করে। তাদের বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। বন বিভাগের মাধ্যমে তক্ষক ৩টি বনে অবমুক্ত করা হয়েছে।