1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
বরগুনা জেনারেল হাসপাতালে স্টোর রুমের কোভিড-১৯ পিপিই রান্না ঘরে! - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

বরগুনা জেনারেল হাসপাতালে স্টোর রুমের কোভিড-১৯ পিপিই রান্না ঘরে!

সংবাদদাতা
  • আপলোড এর সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৮৬ বার দেথা হয়েছে
বরগুনা প্রতিনিধিঃ
কোভিড-১৯ চাপ কমে যাওয়ায় বরগুনা জেনারেল হাসপাতালে স্টোর রুমে কোভিড-১৯ ব্যাবহারিত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ব্যাক্তিগত সু-রক্ষা সরঞ্জামাদি(পিপিই) ফেলে রাখা হয়েছে হাসপাতালের রান্নাঘরে জ্বালানী কাঠের গুদামে।
বুধবার বরগুনা জেনারেল হাসপাতালের রান্নাঘর সংলগ্ন জ্বালানি কাঠের খোলা গুদামে একটি প্লাষ্টিকের বস্তায় এবং এলোমেলো ফেলে রাখতে দেখা গেছে। অথচ কোভিড-১৯ রুগীর সেবাদান কারীদের জন্য সরকারী ভাবে ব্যাক্তিগত স্বাস্থ্য সু-রক্ষায় এই পিপিই সরবরাহ করা হয়েছিল।
হাসপাতালের গুদামে সংরক্ষন না করে পিপিই গুলো কেন পরিত্যাক্ত অবস্হায় জানতে চাইলে জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃসোহরাব উদ্দীন খান বলেন, খোঁজ নিয়ে জানাগেছে ,পৌরসভার হারুন নামের একজন পরিচ্ছন্ন কর্মী কার্টুন থেকে এগুলো ফেলে রেখে কার্টুন নিয়ে বিক্রী করেছে।
জানাজানি হবার পরে ৫০-৬০পিস পিপিই সরিয়ে ফেলা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার  হওয়ায় সমালোচনা শুরু হয়েছে। কি করে গুরুত্বপূর্ণ এই সরঞ্জামাদি গুদামে সংরক্ষন না হয়ে পরিত্যাক্ত অবস্হায় পরে রইলো? হাসপাতাল কর্তৃপক্ষ কি ভাবে তাদের দায় এড়াবেন? একজন পরিচ্ছন্ন কর্মীই বা পিপিই গুলো পেল কোথায়?
বরগুনার সিভিল সার্জন ডাঃ ফজলুল হক বলেন, পিপিই সরকার আমাদের সু-রক্ষার জন্য দিয়েছে।এগুলো সরকারী সম্পদ। সব কিছুর হিসাব দিতে হবে। অরক্ষিত বা ফেলা দেবার কোন সুযোগ নেই।
News Desk/ WE

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD