বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা পৌরসভা উন্নয়ন সপ্তাহ উদযাপন উপলক্ষে বরগুনা পৌরসভাধীন যানজট ও শব্দ দূষণ অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা সংক্রান্ত এক সেমিনার ১৯ অক্টোবর মঙ্গলবার বেলা ১০টায় পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনা জেলা শাখার সভাপতি সাংবাদিক চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা পৌরসভার প্যানেল মেয়র হোসনেয়ারা চম্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি জাফর হোসেন হাওলাদার, বরগুনা চেম্বার অব কমার্সের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক পনু, বিশিষ্ট সমাজসেবক সুখরঞ্জন শীল, বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সোহেল হাফিজ, সাংবাদিক জাহাঙ্গীর কবীর মৃধা, স্বপন দাস, ডেমোক্রাসি ইন্টারন্যাশনাল বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আবু জাফর মোঃ সালেহ, জেলা মহিলা দলের সভানেত্রী রীমা জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, এডভোকেট রঞ্জুয়ারা শিপু, পৌর কাউন্সিলর ফারুক সিকদার, মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, আতিকা আহমেদ, রেইজিনা লুনা, পুজা বিথী হাওলাদার, আরতি রায়, আরিফ খান, সাংবাদিক শাহ আলী, অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি প্রমুখ।
সভায় পৌরসভাধীন যানজট ও শব্দ দূষণ কিভাবে রোধ করা যায় সে বিষয় গুলো তুলে ধরেন উপস্থিত সবাই।
News Desk/WE