বরগুনা প্রতিনিধিঃ
উপকূলীয় জেলা বরগুনায় চলছে মাসব্যাপী শিশু আনন্দমেলা। এ মেলাকে ঘিরে হাজারো শিশু, কিশোরের কোলাহলে মুখর এখন বরগুনার সার্কিট হাউজ প্রাঙ্গণ। নানা রকমের বিনোদন যন্ত্রে চড়ে উচ্ছসিত শিশু-কিশোররা। শিশুদের এ উচ্ছাস দেখে আনেন্দিত অভিভাবকরাও। ব্যাতিক্রমী এ মেলায় সুবিধাবঞ্চিত দরিদ্র শিশুদের জন্যে রয়েছে বিনামূল্যে সকল বিনোদনযন্ত্র উপভোগের সুযোগ।
অতিমারি করোনাকালীন সময়ে গৃহবন্দী শিশুরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছিলো। আটকে গিয়েছিলো তাদের মানসিক বিকাশ। করোনা অতিক্রান্ত এসব শিশু কিশোরদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশের লক্ষ্যে মাস ব্যাপী এ শিশু আনন্দমেলার আয়োজন করেছে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাব।
মেলায় শিশুদের বিনোদনের জন্য নানা রকমের বিনোদনযন্ত্রের ব্যবস্থা রাখা হয়েছে। সার্কাস, মরণকূপ, ভুতের বাড়ি, নাগরদোলা, রেলগাড়ি এবং কৃত্রিম ঢেউয়ের নৌকাসহ বাহারীসব বিনোদনযন্ত্রে চড়তে প্রতিদিন বরগুনা সার্কিট হাউজ মাঠে ভিড় করছে নারী ও শিশুসহ হাজারো মানুষ।
বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ জানান, করোনাকালীন সময়ে আমাদের শিশুরা ট্রমা পরিস্থিতির মধ্য দিয়ে পার করেছে। এসময় তারা স্কুল-কলেজ বাদ দিয়ে ঘরে থেকে এক ঘেয়ে হয়ে গেছে। অনেকেই মোবাইলে আসক্ত হয়ে পড়েছিলো। সেসব বিবেচনায় বিনোদন বঞ্চিত শিশুদের জন্যে বরগুনা প্রেসক্লাব ব্যতিক্রমী এ মেলার আয়োজন করেছে। তিনি আরও বলেন, বরগুনা প্রেসক্লাব সূচনালগ্ন থেকে আজ অবধি বিভিন্ন সময়ে বরগুনা ও বরগুনাবাসীর কল্যাণে নানামূখী সৃজনশীল কর্মকান্ড বাস্তবায়ন করে আসছে।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাস বলেন, এ মেলা উপলক্ষ্যে শিশুদের জন্যে রচনা, চিত্রাঙ্কন, আলোকচিত্র এবং সংবাদ পাঠসহ ৯টি ক্যাটাগরিতে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিশুদের মনস্তাত্বিক বিকাশের লক্ষ্যে এ মেলাকে কেন্দ্র করে চলছে স্পেস ক্যাম্প, ফ্রি ব্লাড গ্রুপিং এবং মেডিকেল ক্যাম্পসহ নানামূখী সৃজনশীল আয়োজন। তিনি আরও বলেন, এ মেলা থেকে প্রাপ্ত অর্থ দিয়ে ঐতিহ্যবাহী বরগুনা প্রেসক্লাবের চতুর্থতলায় বঙ্গবন্ধু মিলনায়তন নির্মাণ করা হবে।
বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন কামাল বলেন, বিনোদনবঞ্চিত উপকূলীয় জেলা বরগুনায় ব্যতিক্রমী এ অয়োজনকে সাদরে গ্রহণ করেছে স্থানীয় নারী ও শিশুসহ হাজারো মানুষ। প্রতিদিন উপচে পড়া ভিড় ঠেলে নিজ নিজ শিশুকে নিয়ে ঢুকছেন সারকাসে। ঘুরছেন নানা রকমের বিনোদনযন্ত্রে।
বরগুনার পুলিশ সুপার মোঃ আবদুস সালাম বলেন, শিশু আনন্দ মেলায় শিশু ও অভিভাবকদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা শুরু থেকেই কার্যকর পদক্ষেপ নিয়েছি। আমাদের পক্ষ থেকে মেলার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সব ধরণের সহযোগিতা অব্যহত থাকবে। আমরা আশা করি শান্তিপূর্ন ভাবে এ মেলার কার্যক্রম শেষ হবে।
বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান বলেন, বরগুনা প্রেসক্লাবের আয়োজনে মাসব্যপী শিশু আনন্দ মেলায় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করে আসছি। আশা করি এই মেলার মধ্য দিয়ে আমাদের করোনা অতিক্রান্ত শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে।
প্রসঙ্গত গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. ধরেন্দ্র দেবনাথ শম্ভু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম এবং বরিশাল থেকে প্রকাশিত দৈনিক বিপ্রবী বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা এম নূরুল আলম ফরিদ প্রমূখ।
News Desk/WE