1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোই - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোই

বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোই
  • আপলোড এর সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৯২ বার দেথা হয়েছে
  • বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোই

বৃহস্পতিবার সকাল থেকেই কয়েকটি গণমাধ্যমের খবর ছিল হেড কোচ রাসেল ডমিঙ্গো নাকি চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও। যদিও এ ঘটনা সত্য নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।মিরপুরের শেরেবাংলায় আজ বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। সুজন বলেন, ‘ডমিঙ্গো ছুটিতে রয়েছে। ওর সঙ্গে আমরা কথা বলেছি। ও যেভাবে বলতে চেয়েছে সেভাবে সংবাদমাধ্যমে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোই আসেনি। পদত্যাগের বিষয়টি সঠিক নয়। রাসেল কয়েকটি সংবাদমাধ্যমে কথা বলেছে। তবে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়গুলো ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে। আজকে সকালেও রাসেলের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিন আগে সে মিডিয়ার সঙ্গে কথা বলেছে। বোর্ড সভাপতির সঙ্গেও আলাপ আলোচনা করেছে।

ডমিঙ্গো বর্তমানে ছুটি কাটাচ্ছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকাতে। মাস খানেকের মধ্যেই ঢাকা ফেরার কথা রয়েছে এই হেড কোচের। দেশে ফিরেই বোর্ডের কাছে তার আগামী দিনের প্লান জমা দেওয়ার কথা রয়েছে।

প্রধান নির্বাহী কর্মকতার ভাষ্য, ‘ডমিঙ্গো এ আগামী মাসের শেষে অথবা অক্টোবরের শুরুতে নিয়মমাফিক দলের সঙ্গে যোগ দেবেন ও তার পরিকল্পনা দ্রুত বোর্ডের কাছে জমা দেবেন। আশা করছি সে দ্রুতই তার প্ল্যান বোর্ডকে জমা দিবে। আলোচনায় আছে আফগানিস্তানে আমাদের এ-দলের যে সফর আছে সেখানে সে যাবে খেলোয়াড়দের সঙ্গে। এভাবেই পরিকল্পনা অনুযায়ী রাসেলের সঙ্গে যোগাযোগ হচ্ছে।

গত ২২ আগস্ট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মিডিয়ার মুখোমুখি হয়ে রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে অব্যহতি দেন। বোর্ডের এমন সিদ্ধান্ত সেদিন বেশ হাসিখুশি ভাবেই মেনে নিতে দেখা যায় ডমিঙ্গোকে। এরপর টেস্ট এবং ওয়ানডে দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে মেনে নিয়ে নিজ দেশ আফ্রিকাতে ফিরে যান ২৩ আগস্ট। তারপর থেকেই গুঞ্জন পদত্যাগ করছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD