1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
বাড়িতে এসে স্বপ্নের ঘর নির্মাণ করার কথা ছিলো হাদিসুরের - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

বাড়িতে এসে স্বপ্নের ঘর নির্মাণ করার কথা ছিলো হাদিসুরের

সংবাদদাতা
  • আপলোড এর সময় : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৭৭ বার দেথা হয়েছে

বেতাগী(বরগুনা)প্রতিনিধি:

২০২২ সালের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরের প্রথম দিকে গ্রামের বাড়ি বরগুনা বেতাগীতে স্বপ্নের বাড়ি নির্মাণ করার কথা ছিল বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত হাদিসুরের।

বিষয়টি জানান বাংলার সমৃদ্ধি জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স। ইতি মধ্যে ভাইয়ের স্বপ্নের বাড়ি তৈরির কাজ চলমান আছে।

তিনি আরো বলেন, ডিসেম্বরের প্রথম দিকে বাড়িতে এসে বৃদ্ধ পিতা-মাতাকে স্বপ্নের ঘর উপহার দেওয়ার কথা ছিল। তবে স্বপ্ন ঠিকই পূরণ হতে চলেছে নেই শুধু আমাদের মাঝে ভাই। আজকের এইদিনে ভাইকে এয়ারপোর্টে এগিয়ে আনতে যাওয়ার কথা ছিল। বাড়িতে এসে নতুন ঘরের কাজ শুরু করার কথা ছিল। স্বপ্নের ঘরের কাজ ঠিকই শুরু হয়েছে নেই শুধু ভাইটা। নতুন ঘর ঠিকই উঠতে আছি, তবে নেই কোন আনন্দ।

নিহত হাদিসুরের বাবা- মা এরা সাথে হাদিসুর সম্পর্কে কথা বললে, বাবা-মা দু’জনেরই বাকরুদ্ধ হয়ে যায়।তারা এখনো হাদিসুরের শোক কাটিয়ে উঠতে পারে নি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। পরে গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। এ সময় নিহত হন ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD