বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে স্মরণ করেছে মঠবাড়িয়া উপজেলার বেতমোড় রাজপাড়া ইউনিয়ন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
বরিবার (২২ জানুয়ারি) সকালে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা এবং উক্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ রাজা মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি মোঃ হাবিবুর রহমান শরীফ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে দৈনিক একুশের বাণী পত্রিকার উপ সম্পাদক নূর হোসাইন মোল্লা বলেন, জনাব আব্দুল মজিদ রাজা মিয়া ২৩ বছর বেতমোর- রাজপাড়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান, একজন শিক্ষা অনুরাগী, অস্প্রদায়িক, উদার এবং ন্যায়পরায়ন মানুষ ছিলেন। তাঁর চাচা আবদুল জব্বার কাঞ্চন মিয়া ৩৭ বছর চেয়ারম্যান ছিলেন। ১৯৫২ সালে মঠবাড়িয়ায় ভাষা আন্দোলন পরিচালনার ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সদস্য ছিলেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বেতমোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদৌস রুম্মান, প্রধান শিক্ষক জনাব এস এম ফয়সাল, আবুল কালাম লুৎফর রহমান, জনাব সোয়েব শামস শওকত, নাসির উদ্দিন, এস এম মজিবর রহমান (শিক্ষক) , এবং শিক্ষার্থীদের মধ্যে মোসাম্মাত তৈয়বা আখতার (৯ ম শ্রেণি), মোঃ জুবায়ের হোসেন (৭ ম শ্রেণি) মোঃ শাহরিয়ার আলিফ (৭ ম শ্রেণি) ও স্বরচিত কবিতা পাঠ করে মোসাম্মাত ফাতিমা আখতার প্রমুখ।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ মোখলেছুর রহমান।