1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
বেগম খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ১৫ মে - mailAsia.News
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

বেগম খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ১৫ মে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোড এর সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৮ বার দেথা হয়েছে
বেগম খালেদা জিয়ার
বেগম খালেদা জিয়ার

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার পরবর্তীতে শুনানির জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এই দিন ধার্য করেন। আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবী বলেন, আজ এসব মামলায় খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য থাকলেও অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তার আইনজীবী সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করেছেন।’ এছাড়া ১১ মামলার মধ্যে অনেক মামলার কার্যক্রম হাইকোর্টে স্থগিত রয়েছে।’

২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল চলাকালে দারুসসালাম থানায় আটটি ও যাত্রাবাড়ী থানায় দুটি মামলা করে পুলিশ।

২০১৬ সালের প্রথম দিকে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এছাড়া এক ব্যক্তি খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন।

মোট ১১ মামলার মধ্যে ১০ মামলায় অভিযোগ গঠন শুনানি এবং যাত্রাবাড়ী থানার অপর একটি মামলায় অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে।

এএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD