1. [email protected] : mailasiasuperadmin :
  2. [email protected] : Moynul Abedin Sumon : Moynul Abedin Sumon
বেতাগীতে উৎসাহ-উদ্দীপনায় খ্রিস্টান সম্প্রদয়ের বড় দিন উদযাপন - mailAsia.News
শনিবার, ১৮ মার্চ ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ শিরোনাম :

বেতাগীতে উৎসাহ-উদ্দীপনায় খ্রিস্টান সম্প্রদয়ের বড় দিন উদযাপন

সংবাদদাতা
  • আপলোড এর সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৪৫ বার দেথা হয়েছে

বেতাগী(বরগুনা) প্রতিনিধি:
বেতাগীতে উৎসাহ-উদ্দীপনায় খ্রিস্টান সম্প্রদয়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড় দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৮ টায় উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ফাদার প্রণয় প্রার্থনা পরিচালনা করেন।

উপজেলার খ্রিস্টান পল্লীর বাড়ি-ঘরে সাজগোজ, বিশেষ খাবার ও কীর্ওন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর আত্মীয়স্বজনকে নিমন্ত্রন করার পর্বতো ছিলোই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নেয় বাড়তি নিরাপওা ব্যবস্থা। কুশল ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। খ্রিস্টান পাড়ার বাসিন্দা স্বপন গোমেজ জানিয়েছেন, সুষ্ঠুভাবে বড় দিন পালিত হয়েছে।

খ্রিস্টান পাড়ার বাসিন্দা নিপু গোমেজ জানিয়েছেন, প্রভূর যিশুর এই আগমনী দিনটিতে গত বছর সুগন্ধা নদীতে মর্মান্তিক লঞ্চ দূর্ঘটনার কারণে উৎসবের জৌলুস ছিলনা।এবারে বিভিন্ন দূর্ঘটনার নিহতদের স্মরণ, আত্মার শান্তি এবং দেশের কল্যাণ কামনায় শুক্রবার থেকেই খ্রিস্টান পল্লীতে গির্জায় সমবেত হন ভক্তরা৷ পাশাপাশি যিশুর আশির্বাদ ও করোনার ভয়াল থাবা থেকে বাঁচতেও এ বিশেষ প্রার্থনায় অংশ নেন তাঁরা।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, বড় দিন উৎসব উদযাপনে নিরাপওার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়তি ও সার্বিক নিরাপওার ব্যবস্থা নেয়া হয় এবং খ্রিস্টান সম্প্রদয়ের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।

উপজেলা নির্বাহী আফিসার সুহৃদ সালেহীন জানান, বড় দিন উৎসব উদযাপনে নিরাপওার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
© All Rights Reserved © 2022
Development Cyber Planet BD