বেতাগী(বরগুনা)প্রতিনিধি:
বরগুনা বেতাগী সাব-রেজিস্ট্রার অফিসের নির্মাণাধীন প্রতিষ্ঠানের মিস্ত্রিরিরা দীর্ঘ দিন গাছের গোড়ার মাটি ও শেকড় কেটে রাখায় মসজিদে নামাজ চলাকালীন সময় গাছ পরে মসজিদের সমনের অংশের ছাদ বিধ্বস্ত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ নির্মাণাধীন প্রতিষ্ঠানের গাফলতির কারনে এমন হয়েছে।
স্থানীয়দের অভিযোগ পৌর শহরের ১ নং ওয়ার্ডে সাব-রেজিস্ট্রার অফিসের বাউন্ডারির দেয়াল নির্মান কালিন মাটি কাটার সময় গাছের একাধিক শিকার কাটা ও মাটি খোঁচার কারনে ৫ টি রেইনন্টি গাছ ও ২ থেকে ৩টি মেহগনি গাছের গোড়া দুর্বল হয়ে যায়।টানা দুদিনের ভারি বর্ষণে আজ দুপুরে যোহর নামাজ চলাকালীন সময়ে বড় একটা রেইনট্রি গাছের গোড়া উপরে মসজিদের সামনের অংশের পরে ছাদ ভেঙ্গে যায়। এতে আতঙ্কে রয়েছে মসজিদে নামাজ পরতে আসা মুসুল্লিরা।
স্থানীয় বাসিন্দা সাদ্দাম খান অভিযোগ করে বলেন, সাব-রেজিস্ট্রার অফিসের ভবন নির্মানের কাজ শুরু হয়েছে দীর্ঘ দু বছর আগে।ঠিকাদার প্রতিষ্ঠানের গাফলতির কারনে এখনো কাজ শেষ করতে পারেনি। বাউন্ডারি নির্মানের মাটি কাটার কাজও শেষ হয়েছে তাও অনেক দিন,ওদের বলছি গাছের গোড়া থেকে মাটি ও শিকার কাটার কারনে গাছের গোড়া দুর্বল তাই দ্রুত কাজ শেষ করে গাছের ঘোরায় মাটি দিয়ে ডেকে দিতে, গাছের গোড়া ডেকে দেওয়া তো দূরের কথা ওরা ৩ থেকে ৪ মাসের মধ্যে দেওয়ালের কলমই দাঁড়া করাতে পারেনি। ওরা সেখানেও কাজে গাফলতি করেছে।
মসজিদের মুসুল্লি শামিম খান বলেন,ঠিকাদার কামাল মতুব্বর এর দ্বায়িত্বহীনতার কারনে আজ এই গাছটি উল্টে পরেছে। বড় ধরনের দূর্ঘটনাও ঘটতে পারত।
স্থানীয় বাসিন্দা জসিম খান বলেন, স্থানীয়দের জমি মাপ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের থাকার কারনে সাব রেজিস্ট্রার অফিসের বাউন্ডারির দেওয়াল তৈরি কাজে ৩ -৪ মাস আগে শুরু হতে না হতে বন্ধ হয়ে যায়, সেই সময় গাছের শেকর কেটে রাখে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিস্তিরিরা। তবে গাছ নিয়ে মসজিদের মুসুল্লিদের দূর চিন্তা থাকলেও ছিলো না কোন মসজিদ কমিটির তদারকি।আমি মনে করি মসজিদ কমিটি এই বিষয় তদারকি করা উচিত ছিলো।
ওয়ার্ড কাউন্সিরল গোলাম সরোয়ার রিয়াদ খান বলেন, সমস্যার সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি,ঝুঁকিপূর্ণ গাছ গুলো সাব-সেক্টর অফিসের আওতায়, কাটার জন্য বলে হয়েছে।